Header Ads

Header ADS

চন্দ্রগ্রহণ

আজ মনেহয় চন্দ্রগ্রহণ আকাশে চাঁদের পরাজয়।
নদীর জলে মাটির প্রেম হৃদয়ে মিশে যাওয়ার ভয়।
গভীর থেকে উৎসারিত আজ যে চাঁদের অনুভূতি
ঠিক বিপরীত ক'দিন বাদে লেনাদেনা করবে ক্ষতি।
চন্দ্র হারা এই পৃথিবীর রাত গুলো সব যাবে বৃথা
অমাবস্যার কালোর ফাঁদে নিভু নিভু প্রাণটা সেথা।
নির্বাসনের দিনগুলো বেশ অনুভবের ভালোবাসা
বিরহাতুর অদর্শনে খুঁজে পাবে পথের দিশা।

চন্দ্র বিনা রাতের আকাশ ছন্নমতি বাঁধন হারা
একটি চাঁদে মনোনিবেশ রুপবতী আকাশ তারা।
পূর্ণিমাতে পূর্ণতা পায় সাধন ভজন অনুরণন
খুব হিসেবে সেসব কিছুর কালেভদ্রে করে গ্রহণ চন্দ্রগ্রহণ।
গ্রহণ করার এইযে সময় একটি রেখায় মিলে যাওয়া
এক হতে চায় দুইটি প্রাণে, একেই বলে প্রেমে পাওয়া।

চন্দ্রগ্রহণ || মিন্টু ভদ্র
০৪/০২/২০১৮

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.